গাজীপুরের ‘মেয়র’ এম এ মান্নান কারামুক্ত
গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকার বারডেম হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান।
মুক্তিলাভের সময় হাসপাতাল গেটে গাজীপুর বিএনপির নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। মোট ২২টি মামলায় অধ্যাপক এম এ মান্নান উচ্চ আদালত থেকে জামিন লাভের পর কারামুক্ত হলেন। কারামুক্তির পর তিনি ঢাকার বারিধারার বাসভবনে যান।
গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এম এ মান্নান বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত এম এ মান্নানকে গত বছর ২১ মে চিকিৎসকের পরামর্শে কাশিমপুর কারাগার থেকে ঢাকার বারডেমে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করলে ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে সাময়িক বরখাস্ত করেন।
এদিকে অধ্যাপক মান্নান গ্রেপ্তারের পর গত বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।