নাশকতার মামলায় শওকত মাহমুদ কারাগারে
রাজধানীর শাহবাগ থানায় নাশকতার মামলায় সাংবাদিক নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক সুব্রত গোলদার তাঁকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
অন্যদিকে, তাঁর পক্ষের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ রিমান্ডের আবেদন নাকচ চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান তাঁর রিমান্ড ও জামিনের উভয় আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে বিচারক আদেশে বলেছেন, প্রয়োজনে মামলার তদন্তকারী কর্মকর্তা দুই কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞসাবাদ করতে পারবেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চসহ কেন্দ্রীয় শহীদ মিনার ভাংচুরের উদ্দেশ্যে অজ্ঞাতপরিচয় আসামিরা শাহবাগ মোড়ে দিকে এলে পুলিশ সদস্যরা তাদের বাধা দেয়। তারা পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে এবং পুলিশের কাজে বাধা দেয়।
এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।
২০১৫ সালের ১৮ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।