বরিশালে ছাত্রলীগের হাতে অধ্যক্ষ লাঞ্ছিত
বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষকে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে কলেজে অধ্যক্ষের কার্যালয়ে এই ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিবিধ খরচ বাবদ কলেজের অধ্যক্ষ শচীন রায় দুই লাখ টাকা ভাউচার করে কলেজ থেকে টাকা উত্তোলন করেন। বিষয়টি কলেজ শাখা ছাত্রলীগের নেতা রেজাউল করিম বাপ্পীর অনুসারী ছাত্রলীগকর্মী হাফিজ ও শাকিব জানতে পারেন। তাঁরা ২০-২৫ জন ছাত্রলীগকর্মী নিয়ে আজ দুপুরের দিকে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। এ সময় বিবিধ খরচ বাবদ উত্তোলন করা টাকার অর্ধেক এক লাখ তাঁরা দাবি করেন। এ নিয়ে অধ্যক্ষ উত্তেজিত হয়ে পড়লে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন হাফিজ ও শাকিব। একপর্যায়ে তাঁরা অধ্যক্ষের শার্টের কলার ধরে টেনেহেচড়ে লাঞ্ছিত করেন। পরে কলেজের অন্য শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে অধ্যক্ষ শচীন রায় বলেন, তেমন কিছু হয়নি। ওরা ছোট তো তাই ভুলে এসব করেছে। তবে এ বিষয় নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য তিনি অনুরোধ করেন।
ছাত্রলীগ নেতারা বলেন, ভুয়া ভাউচার করে অধ্যক্ষ দুই লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। তাঁকে এক লাখ টাকা কলেজ তহবিলে জমা দেওয়ার কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দেন।