‘ভয়-ভীতি উপেক্ষা করে’ আদালতে মেয়র নজরুলের স্ত্রী
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য দেবেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। এ ঘটনায় করা দুটি হত্যা মামলার একটির বাদী তিনি।
সব রকমের ভয়-ভীতি উপেক্ষা করে আজ সাত খুন মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণে হাজির হয়েছেন বলে জানান সেলিনা ইসলাম। নূর হোসেনের অনুগত বাহিনীর লোকজন প্রতিনিয়ত নানাভাবে তাঁকে হুমকি দিচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
সাক্ষ্য গ্রহণ উপলক্ষে আজ সকালে সাত খুন মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১-এর সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা, মেজর আরিফ হোসেনসহ মোট ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়েছে।
আসামিদের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের বিচারকক্ষের কাঠগড়ায় রাখা হয়েছে। সাত খুন মামলার কার্যক্রমের কারণে গোটা আদালত চত্বরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
এর আগে গত ২৯ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের প্রথম দিন আদালতে সাক্ষ্য দেন নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা ডা. বিজয় কুমার পাল।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। ঘটনার পর ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে আরো একজনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে।