মৌলভীবাজারে ছাত্রলীগকর্মীদের হাতে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদ
মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু হানিফ ছাত্রলীগকর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ায় প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি কলেজের শিক্ষকরাও কালো ব্যাজ ধারণ করে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
পরিস্থিতি শান্ত করতে পুলিশ প্রশাসন প্রকৃত অপরাধীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন। শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কলেজ ক্যাম্পাস, চৌমুহনা পয়েন্ট ও প্রেসক্লাব মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
লাঞ্ছনার শিকার শিক্ষক আবু হানিফ অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার দুপুর ১টায় মেয়েকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য নিজ কার্যালয় থেকে বের হন। কলেজের প্রশাসনিক ভবনের সামনে ফুল বাগানের পাশে এলে আগে থেকে ওত পেতে থাকা ছাত্রলীগকর্মী ও কতিপয় বহিরাগত অতর্কিত হামলা চালায়। পরে তিনি আত্মরক্ষার জন্য প্রসাশনিক ভবনের ভেতর গিয়ে আশ্রয় নেন।
হামলার কারণ হিসেবে শিক্ষক আবু হানিফ বলেন, ‘কলেজের আসন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার জন্য আমাকে সদস্য করা হয়েছে। এটা অনেক শিক্ষক মানতে পারেননি। উপরন্তু তাঁরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ছাত্রলীগের কর্মীদের উসকে দিয়েছেন।’
এ ব্যাপারে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম বলেন, শিক্ষকের ওপর হামলার বিষয়টি খুবই লজ্জাজনক। এ হামলার প্রতিবাদে শিক্ষক পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত মতে কালোব্যাজ ধারণ করেছে এবং ক্লাস-পরীক্ষা বর্জন করেছে।
তবে ছাত্রলীগের জেলা সভাপতি আসাদুজ্জামান রনি দাবি করেন, কলেজ শিক্ষকের ওপর ছাত্রলীগকর্মীদের হামলার বিষয়টি মিথ্যা। এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি।