ঝিনাইদহে মাদ্রাসাছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গেরপাড়া-মুর্তজাপুর গ্রামের মাঠ থেকে কালো কাপড়ে চোখ ও হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম হাফেজ জসিম উদ্দিন (২৩)। তিনি সদর উপজেলার কালুহাটি গ্রামের খলিল মণ্ডলের ছেলে।
জসিমের ভাই সাইফুর রহমান জানান, জসিম ঝিনাইদহ আলিয়া কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র। তিনি সদর উপজেলার গান্না ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন ।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বলেন, ঘটনাস্থল পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদর উপজেলা সীমান্ত থেকে মাত্র ১০০ গজ দূরে । সকালের দিকে এলাকার লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ওসি আরো বলেন, নিহত ব্যক্তির পেছন দিকে হাত বাঁধা এবং মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
তবে নিহতের ভাই সাইফুর রহমান বলেছেন, সিলেট থেকে বাসে চড়ে বাড়ি ফেরার পথে গত ১২ ফেব্রুয়ারি রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে নিখোঁজ হন জসিম। সেই থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। লাশ উদ্ধারের খবর পেয়ে আজ সকালে তিনি হরিণাকুণ্ডু থানায় যান এবং ভাইয়ের লাশ শনাক্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বলেন, গত ৭ জানুয়ারি সদর উপজেলার হালুহাটী গ্রামের বেলেখাল বাজারে প্রকাশ্যে পল্লীচিকিৎসক সমির উদ্দিন (৮৫) খুন হন। হাফেজ জসিম উদ্দিন চাঞ্চল্যকর এ হত্যার মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।
ওসি আরো বলেন, এ নিয়ে সমির খুনের ঘটনায় সন্দেহভাজন দুজন আসামি খুন হলো। অন্যজন একই এলাকার মাদ্রাসাশিক্ষক আবু হুরায়রা। তাঁর লাশ গত ২৯ ফেব্রুয়ারি যশোর থেকে উদ্ধার করা হয়।