ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বিএনপি : ফখরুল
আসন্ন কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর পশ্চিম কাফরুলে হালিম ফাউন্ডেশন মডেল স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।
কাফরুল থানা বিএনপির আহ্বায়ক প্রয়াত আলী আজগর মাতুব্বর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের মানুষ তাদের মুক্তির জন্য আজকে বিএনপির নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, দেশনেত্রীর নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। আমাদের তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। এবং আসন্ন যে কাউন্সিল, এর মধ্য দিয়ে বিএনপি আবার সেই ফিনিক্স পাখির মতো জেগে উঠবে ইনশাল্লাহ এবং নিশ্চয়ই আমাদের যে অধিকার সে অধিকার ফিরিয়ে আনতে পারব। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারব, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে পারব।’
মির্জা ফখরুল বলেন, শুধু বিএনপি নয়- ভিন্নমত পোষণকারী যে কারো বিরুদ্ধেই মামলা দিচ্ছে সরকার। ৫ জানুয়ারি নির্বাচন ও পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনও সরকার দখল করে নিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জনবিচ্ছিন্ন হয়ে তামাশার নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে চায় ক্ষমতাসীনরা। অপশাসনের অভিযোগ এনে এ থেকে মুক্তি পেতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
ফখরুল বলেন, ‘আজকে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। কিন্তু তারপরও তারা হতাশ হয়ে যায়নি। তারা আজকে আবার নতুন করে, নতুন চেতনা নিয়ে, নতুন সাহস নিয়ে পুনর্গঠিত হচ্ছে।’
আগামী ২২ মার্চ সারা দেশে একযোগে ৭৩৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এর আগে ১৯ মার্চ কাউন্সিল করবে বিএনপি। একই দিন বিএনপির চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান পদে ভোট দেবেন নেতাকর্মীরা।