রাজশাহীতে ককটেলসহ চার শিবিরকর্মী আটক
রাজশাহী মহানগরীতে ককটেলসহ চার ছাত্রশিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরের রাজপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ১০টি তাজা ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম, সিডি ও সাংগঠনিক বই জব্দ করা হয়।
আজ রোববার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এএসপি) ইফতে খায়ের আলম জানান, ‘নগরীতে বিভিন্ন নাশকতায় যে ককটেল ব্যবহার করা হয়, আটক শিবিরকর্মীরা সেগুলো তৈরি ও সরবরাহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ওই গ্রুপের বাকি সদস্যদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’
মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ‘বর্তমানে পুলিশ হেফাজতে শিবিরকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।’ জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।
এদিকে আজ সন্ধ্যায় মুঠোফোনে এনটিভি প্রতিবেদককে মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক পরিচয় দিয়ে আসাদুজ্জামান নামের এক ব্যক্তি দাবি করেন, শনিবার রাতে নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে শিবিরের চার কর্মীকে আটক করে ডিবি পুলিশ। এরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ, জামাল এবং রাজশাহী কলেজের ছাত্র রোকন ও শাহাদ।’