তেলাপোকাও একটা পাখি, তার আবার কাউন্সিল
বিএনপির কাউন্সিল নিয়ে আওয়ামী লীগের কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বিএনপির কাউন্সিল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, ‘বিএনপি একটা রাজনৈতিক দল, এর আবার কাউন্সিল। এর চেয়ে হাস্যকর আর কিছু নেই। বলে না যে তেলাপোকাও একটা পাখি, তার আবার কাউন্সিল।’
আজ শনিবার কুষ্টিয়ার কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন হানিফ।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির ভেতর যে কতটুকু গণতান্ত্রিক চর্চা আছে, সেটা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। তারা কাউন্সিল করবে তার দিন ধার্য করেছে ১৯ মার্চ। জায়গার জন্য আবেদন করেছে, জায়গা বরাদ্দও হয়েছে। কাউন্সিলে কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির কাউন্সিল নিয়ে যে নাটক হচ্ছে, এটা নিয়ে দেশবাসী আবারও যাঁরা অন্তত রাজনীতি গণতন্ত্র চর্চা করেন তাঁরা লজ্জাবোধ করছেন। বিএনপির যদিও কোনো লজ্জা হচ্ছে কি না আমরা জানি না। কাউন্সিলকে কেন্দ্র করে তাদের দুইটা শীর্ষ পদ চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যান, দুটা পদে না কি নির্বাচন হবে না।’
কাউন্সিল নিয়ে বিএনপির এসব কর্মকাণ্ডকে তামাশা উল্লেখ করে মাহবুব-আলম-হানিফ বলেন, ‘এই সমস্ত তামাশা নাটক করার কোনো যুক্তি আছে? সবাই জানে বেগম খালেদা জিয়া যেখানে চেয়ারপারসন হিসেবে দলে থাকবেন, ওখানে কেউ প্রার্থী হবেন না। বা ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের জন্য এই পদ সৃষ্টি করা হয়েছে, ওখানে কেউ আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এটা তো সবাই জানে। তারপর উনারা বললেন, এই দুইটা পদের না কি নির্বাচন হবে না। এই সমস্ত নাটক করে রাজনীতিটাকে একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে বিএনপি।’
এই সময় বিএনপির কাউন্সিল নিয়ে আওয়ামী লীগের কোনো ভাবনা নেই বলেও মন্তব্য করেন হানিফ। তিনি বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দলই না যেটাকে নিয়ে আওয়ামী লীগের ভাবনার কিছু আছে। এটা একটা জগা খিচুড়ি দল। বিভিন্ন টাইপের লোকজন নিয়ে এই দল তৈরি করা হয়েছে। ক্ষমতায় থেকে হালুয়া রুটি ভোগ করার একটা দল।’
কাউন্সিল নিয়ে বিএনপির তামাশা দেশবাসী দেখছে এবং এর জবাবও তারা পাবে বলে এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পরে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হানিফ। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দীসহ অন্যরা।