দুই মন্ত্রীর বক্তব্য অসাংবিধানিক : অ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর মন্তব্য অসাংবিধানিক বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রধান বিচারপতির প্রতি এ ধরনের উক্তি করলে ন্যায়বিচার ব্যাহত হবে। এবং আমরা যুদ্ধাপরাধীদের মামলা যে সার্থকতার সঙ্গে সম্পন্ন করে এসেছি, সেগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। প্রধান বিচারপতি একটি দেশের বিচারব্যবস্থার প্রধান, সুতরাং তাঁকে বিতর্কিত করা মানে বিচার ব্যবস্থাকে বিতর্কিত করা।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এটা সর্বোচ্চ আদালতে বিচারের ক্ষেত্রে আঘাতস্বরূপ। বিচারপ্রার্থীরা হতাশ, তাই এ বক্তব্য। আমরা মনে করি, যেহেতু সংবিধান অনুযায়ী বিচার বিভাগ স্বাধীন এবং প্রধান বিচারপতি বারবার এ কথা উচ্চারণ করে যাচ্ছেন, সে ক্ষেত্রে এইরূপ ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বিচার বিভাগকে সম্পূর্ণভাবে অবজ্ঞা ও অপমানের শামিল। এ ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালত বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
গতকাল শনিবার রাজধানীতে ঘাতক-দালাল নির্মূল কমিটি আয়োজিত সেমিনারে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিলের রায় নিয়ে কথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধান বিচারপতি তাঁর আসনে থাকতে চাইলে ‘অতিকথন’ বন্ধ করা উচিত বলেও সে সময় এক মন্ত্রী পরামর্শ দেন।
একই সঙ্গে মীর কাসেম আলীর মামলায় আপিল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতি যেসব মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে তাঁকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে ওই মামলায় পুনরায় শুনানি করার আহ্বান জানিয়েছেন দুই মন্ত্রী।