প্রধান বিচারপতিকে নিয়ে বক্তব্য দুই মন্ত্রীর নিজস্ব
প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য তাদের নিজস্ব মত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার সকালে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমি কোনো সাবজুডিস (বিচারাধীন) ব্যাপারে মন্তব্য করব না। আমি মন্তব্য করলে এটা ব্যাড প্রিসিডেন্ট (খারাপ দৃষ্টান্ত) হয়ে যাবে। সেই জন্য আমি এটার মন্তব্য করব না। যার যার ব্যক্তিগত মতামত প্রদান করার স্বাধীনতা দেশে আছে। ওনারা হয়তো বা তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। আমি সেই সম্পর্কেও কোনো বক্তব্য দিতে চাই না।’
গতকাল শনিবার রাজধানীতে ঘাতক-দালাল নির্মূল কমিটি আয়োজিত সেমিনারে জামায়াত নেতা ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিলের রায় নিয়ে কথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধান বিচারপতি তাঁর আসনে থাকতে চাইলে ‘অতিকথন’ বন্ধ করা উচিত বলেও সে সময় এক মন্ত্রী পরামর্শ দেন।
একই সঙ্গে মীর কাসেম আলীর মামলায় আপিল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতি যেসব মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে তাঁকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে ওই মামলায় পুনরায় শুনানি করার আহ্বান জানিয়েছেন দুই মন্ত্রী।