রানাসহ ১৮ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা অধিকতর তদন্তের নির্দেশ
রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ মোহাম্মদ আতোয়ার রহমান এ আদেশ দেন।
এদিকে আজ অভিযোগ গঠন ও অব্যাহতির আবেদনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। বিচারক শুনানির সময় মামলাটির অভিযোগপত্রটিতে ত্রুটি পাওয়ায় পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছেন এবং আগামী ৮ মে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, সোহেল রানা ও তাঁর বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম রানা প্লাজা নামে একটি বিপণিকেন্দ্র নির্মাণের জন্য তন্ময় হাউজিং লিমিটেড নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুসারে ভবনের দোতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হওয়ার পর সোহেল রানা ওই প্রতিষ্ঠানকে বিদায় করে দেন। পরে নিজেরাই ছয়তলা পর্যন্ত ভবন নির্মাণ করেন। বাণিজ্যিক ভবন হিসেবে সেখানে পোশাকের কারখানা স্থাপন করা হয়। এরপর ছয়তলা ভিত্তির এ ভবনকে ১০ তলা করতে সাভার পৌরসভার অনুমোদন নিয়ে নয়তলা পর্যন্ত কাজ শেষ করা হয়।
রানা প্লাজা ভবন ধসের ঘটনার পর দুদকের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় সাভার থানায় মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ১৬ জুলাই ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে দুদকের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম ভবনমালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।