হাইকোর্টের আদেশের অপেক্ষায় নারায়ণগঞ্জ আদালত
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার কার্যক্রম আজ সোমবার বিকেল পর্যন্ত মুলতবি করা হয়েছে। মামলা বাতিল ও জামিন চেয়ে আসামি ও সাবেক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কর্মকর্তা তারেক সাঈদের করা একটি আবেদনের বিষয়ে হাইকোর্টের আদেশ হাতে পাওয়ার পর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সাত খুন মামলার কার্যক্রম আবার শুরু করবেন।
আজ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাউন্সিলর নূর হোসেন ও র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের পক্ষে মামলার বাদী ডা. বিজয় কুমার পালকে জেরার দিন নির্ধারিত ছিল। তবে তারেক সাঈদের করা একটি আবেদনের বিষয়ে আজ হাইকোর্টে আদেশের দিন ধার্য থাকায় জেরা বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়। আসামিপক্ষের আইনজীবী গোলাম কিবরিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশ আসার পর আদালত বসার কথা রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৯টায় প্রধান আসামি নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা, মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
গতকাল তারেক সাঈদের বিরুদ্ধে করা মামলা বাতিল ও জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তাঁর আইনজীবী।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। ঘটনার পর ৩০ এপ্রিল ছয়জনের ও ১ মে আরো একজনের লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। এ ঘটনায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়।