আমরা প্রত্যাশিত ফল পেয়েছি : অ্যাটর্নি জেনারেল
জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ফাঁসি আপিল বিভাগে বহাল থাকার প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘এ রায়ে আমরা প্রত্যাশিত ফল পেয়েছি। যুদ্ধাপরাধের সঙ্গে ছাত্রসংঘের যেসব নেতা জড়িত ছিলেন, মীর কাসেম আলী তাদের অন্যতম।’
আজ মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মাহবুবে আলম।
সকাল পৌনে ১০টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন।
এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিভিন্ন এজেন্সি দাবি করছে, তাদের কারণেই এ বিচার সম্পন্ন করা যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এটি ছিল। শেখ হাসিনার দৃঢ় মনোবলের কারণে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হচ্ছে। এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।’
দুই মন্ত্রীকে আদালতে তলব করার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মীর কাসেম আলীর মামলার জন্য নির্ধারিত ছিলেন পাঁচজন বিচারপতি। কিন্তু সকালে আমরা আদালতে হাজির হয়ে দেখতে পাই, সেখানে নয়জন বিচারপতি বসেন। বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় দুই মন্ত্রীকে আদালত তলব করেন। তাঁদের মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।’
মুক্তিযুদ্ধের সময় কিশোর জসিমসহ ছয়জনকে হত্যার দায়ে মীর কাসেমকে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসি বহাল রাখেন আপিল বিভাগ। এ ছাড়া আজ রঞ্জিত দাস, টুন্টু সেন হত্যার দায় থেকে খালাস দেওয়া হয়। দুটি অপরাধেই মীর কাসেমকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ।