ষড়যন্ত্র পরাজিত হয়েছে : গণজাগরণ মঞ্চ
মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখায় সব ষড়যন্ত্র পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে মঞ্চের অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের এসব কথা বলেন ইমরান এইচ সরকার।
মীর কাসিম আলীর আপিলের রায় ঘোষণার আগে থেকেই শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। ফাঁসির রায় বহাল রাখায় খবর শোনার পর সন্তোষ প্রকাশ করেন তাঁরা। এর পরই আনন্দ মিছিল বের করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায়।
সংক্ষিপ্ত সমাবেশে ডা. ইমরান এইচ সরকার বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে এ রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে সব যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি।
মঞ্চের মুখপাত্র বলেন, ‘যে রায় দেওয়া হয়েছে, অর্থাৎ আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। এ রায়ে গণজাগরণ মঞ্চ সন্তোষ প্রকাশ করছে। শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, বরং এদের অর্থ, স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, যাতে এই সম্পত্তি রাষ্ট্রের বিরুদ্ধে আর কোনো যুদ্ধাপরাধী ব্যবহার করতে না পারে।’
আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন—বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।
মুক্তিযুদ্ধের সময় কিশোর জসিমসহ ছয়জনকে হত্যার দায়ে মীর কাসেমকে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসি বহাল রাখেন আপিল বিভাগ। এ ছাড়া আজ রঞ্জিত দাস, টুন্টু সেন হত্যার দায় থেকে খালাস দেওয়া হয়েছে।