কাউন্সিলের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি : আশরাফ
জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সঙ্গে যদি এই কাউন্সিলের সময় সাংঘর্ষিক হয় তাহলে হয়তো বিবেচনা করা হবে। এটি এখনো আমাদের কাছে ইস্যু না। যদি ইস্যু হয় তাহলে অবশ্যই আমরা তা বিবেচনা করব। যদি পরিবর্তন করতে হয় তাহলে সামনের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহের বিভাগীয় অফিস ও বিভিন্ন স্থাপনা স্থাপনের স্থান নির্ধারণ ও পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী এসব কথা বলেন। তিনি শম্ভুগঞ্জ চায়না ব্রিজমোড় ও সাহেব কোয়ার্টার এলাকায় ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ঘেঁষা ব্রহ্মপুত্র বালুচর পরিদর্শন করেন।
আশরাফ বলেন, ‘ময়মনসিংহ শহরকে রেখেই আধুনিক বিভাগীয় শহর গড়ে তোলা হবে। উন্নত বিশ্বের ধারণা মাথায় রেখে নদীকে মাঝখানে রেখে আধুনিক সুন্দর পরিপাটি শহর গড়ে তোলা হবে। এ জন্য হয়তো ঘড়বাড়ি স্থাপনা ভাঙা হতে পারে। উন্নয়নের জন্য জনগণকে ছাড় দিতে হবে।’
বিভাগীয় স্থাপনার সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ধর্মমন্ত্রী মতিউর রহমান, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভূমি মন্ত্রণালয়ের সচিব মেজবাউল আলম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মঈন উদ্দীন আবদুল্লাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান প্রমুখ।
আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। গত ৯ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।