ট্রাকের ধাক্কা, রক্ষা পেলেন মেয়র মান্নান
গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। আজ শুক্রবার দুপুরে একটি ট্রাকের ধাক্কায় তাঁকে বহনকারী জিপ গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও অক্ষত রয়েছেন তিনি।
গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি আহমদ আলী রুশদী জানান, আজ দুপুর পৌনে ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান ঢাকা থেকে গাজীপুর আসছিলেন। তাঁকে বহনকারী জিপ গাড়িটি ঢাকা বাইপাস সড়ক দিয়ে শহরের মীরের বাজার এলাকা পার হয়ে কলেরবাজার এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাক মেয়রকে বহনকারী জিপকে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁর জিপ দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা মেয়র মান্নান অক্ষত থেকে প্রাণে বেঁচে যান। তবে তাঁর সঙ্গী জিপ আরোহী কয়েকজন সামান্য আহত হন। পরে মেয়র মান্নান অন্য গাড়িতে চড়ে গাজীপুর শহরে এসে কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং সালনা গ্রামের নিজ বাড়িতে যান।