প্রথম দিনে মনোনয়নপত্র কিনেছেন একজন
ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশনের নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে মাত্র একজন তা কিনেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে উত্তর সিটি করপোরেশনের নির্বাচনী কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. সিদ্দিকুর রহমান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য কোনো প্রার্থী আজ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
আজকের নির্ধারিত সময় শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জেলা রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি প্রধান নির্বাচন কমিশনারের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে নির্বাচনী বিলবোর্ড, ব্যানার সরিয়ে ফেলার আহ্বান জানান। নির্বাচনী আচরণবিধি না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হেব বলে হুঁশিয়ার করে দেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা বলেন, মনোনয়ন ফরমের সাথে প্রত্যেক প্রার্থীকে একটি নির্দেশিকা বই দেওয়া হচ্ছে। এরপরও যদি কোনো প্রার্থী বিধি ভঙ্গ করেন এবং বলেন যে তিনি জানতেন না, তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
২৮ ও ২৯ মার্চ জাতীয় ও স্থানীয় সরকার ইনস্টিটিউটে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য ঢাকা উত্তরে ১২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।