গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো অসম্ভব : তৌফিক-ই-ইলাহী
সামাজিক অবস্থার বিবেচনায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো সম্ভব হয় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। আজ শুক্রবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার চাপ থাকলেও দেশের সামাজিক অবস্থা বিবেচনা করে সব সময় তা বাড়ানো সম্ভব হয় না। তারা উৎপাদন মূল্যের সঙ্গে বিক্রয়মূল্য সমন্বয়ের ওপর জোর দেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তা বেশ কঠিন।
তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে তৌফিক-ই-ইলাহী বলেন, ‘সরকার সব সময় কিছু তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রাখতে চায়। সেটিও প্রয়োজনের তাগিদেই। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। কিন্তু এখন সে জ্বালানি, অর্থাৎ তেলেরই দাম কমে গেছে, যেটা আমাদের জন্য ইতিবাচক হয়েছে।’