পুলিশের গুলিতে আহত জামায়াত নেতার মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের গুলিতে আহত জামায়াতে ইসলামীর রুকন সাইদুল ইসলাম (৫৫) মারা গেছেন। আজ সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনার প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামী তিন দিনের কর্মসূচি দিয়েছে। এর মধ্যে মঙ্গলবার জেলায় বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ও বৃহস্পতিবার দোয়া মাহফিল বলে জানিয়েছেন দলটির পৌর শাখার আমির শহিদুল ইসলাম।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা এনটিভিকে বলেন, গত শনিবার দুপুরে উপজেলার কানসোনা-ঘোষগাতী সড়কে যাত্রীবেশী দুর্বৃত্তরা সিএনজিতে বোমা হামলা চালায়। এ ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ আলীর স্বীকারোক্তি অনুযায়ী রোববার সন্ধ্যায় বাকুয়া গ্রামে পুলিশ অভিযানে গেলে তাঁর দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে জামায়াত নেতা সাইদুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি পেট্রলবোমা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।