‘দেশে আর শিক্ষার্থী নেই, সবাই পরীক্ষার্থী’
দেশের শিক্ষার্থীরা সংস্কৃতি ভুলে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। অভিভাবকরাও জ্ঞান অন্বেষণের পরিবর্তে ভালো ফল করতে ছেলেমেয়েদের নির্যাতন শুরু করেছেন। ছেলেমেয়েরা নিজস্ব সংস্কৃতি, গান, গল্প, কবিতা চর্চা করা বাদ দিয়ে শুধু জিপিএ ৫-এর পেছনে ছুটছে। দেশে বর্তমানে আর শিক্ষার্থী নেই, সবাই পরীক্ষার্থী।
আজ বুধবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তিনদিনব্যাপী সংগীতবিষয়ক আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বর্তমানে শিক্ষার্থীরা জিপিএ ৫ পাওয়ার আশায় স্কুল-প্রাইভেট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর ভালো ফলের জন্য অভিভাবকরাও তাদের সর্বদা চাপ দিয়ে চলেছেন। কিন্তু ভালো ফলের পাশাপাশি দেশীয় সংস্কৃতির চর্চা করতে হবে, এটাকে টিকিয়ে রাখতে হবে। এ দায়িত্ব আমাদের, এ দায়িত্ব শিক্ষার্থী-অভিভাবক সবার।’
রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে সংগীত বিভাগের আয়োজনে আন্তর্জাতিক সেমিনারটি উদ্বোধন করেন ভারতের সংগীতাচার্য অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন যথাক্রমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। সেখানে তাঁরা সাদা পায়রাও উড়িয়ে দেন।
সংগীত বিভাগের অধ্যাপক সানজিদা মঈদ, সোনিয়া শারমিন খান ও বিভাগের গবেষক শতাব্দী আচার্যের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ও রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার সুলতান আবদুল আহমেদ।
উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন। সেখানে তাঁদের সংগীত বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় দেওয়া হয়।
তিনদিনব্যাপী এই আয়োজনে তিনটি সেমিনার ও সম্মেলন অনুষ্ঠিত হবে। সেমিনার ও সম্মেলনে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য কয়েকটি দেশ থেকে সংগীতজ্ঞ, শিল্পী, গবেষক, শিক্ষার্থী ও সংগীতবোদ্ধারা অংশ নিচ্ছেন।