চট্টগ্রামে আ.লীগের প্রার্থী নাছির
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আ জ ম নাছির উদ্দিনকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে বন্দরনগরীর আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদককে সমর্থনের বিষয়টি চূড়ান্ত করা হয়।
গণভবন থেকে বেরিয়ে এসে শুক্রবার রাতেই ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নাছির।
রাতে এনটিভি অনলাইনকে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী মাঠপর্যায়ের জরিপ শেষে এ সমর্থন চূড়ান্ত করেছেন। বৈঠকে অন্য যাঁরা ছিলেন তাঁরাও একবাক্যে তা সমর্থন করেছেন। পাশাপাশি দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে সর্বশক্তি দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।’
দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ‘সর্বসম্মতভাবে আ জ ম নাছিরকে মেয়র পদে প্রার্থী করা হয়েছে। সবাইকে একসঙ্গে তাঁর হয়ে কাজ করতে বলেছেন নেত্রী।’
বৈঠকে চট্টগ্রামের তিনবারের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আ জ ম নাছির, চট্টগ্রাম উত্তরের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী, আ জ ম নাছির ছাড়াও মহানগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম ও নুরুল ইসলাম বিএসসি এবার প্রার্থী হতে চেয়েছিলেন।
নাছির ১৯৮১ ও ১৯৮৩ সালে দুবার ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি এবং ১৯৮৫ সালে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন নাছির।