ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সোমবার সকালে তলিয়ারা ও রাজঘর গ্রামের দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে তলিয়ারা গ্রামের অ্যাডভোকেট আলী আজম এবং রাজঘর গ্রামের সাবেক চেয়ারম্যান আবদুর রউফের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এ সময় রাজঘর গ্রামের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, লুটপাট এবং পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ব্যবহার করে।
সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গ্রাম দুটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।