লড়বেন না মহিউদ্দিন, কাজ করবেন নাছিরের পক্ষে
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে লড়ছেন না মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি কাজ করবেন দলের মনোনীত প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে। আজ শনিবার সকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আজ সকালে মেয়র পদের মৌখিক ঘোষণা প্রত্যাহার করে নেওয়ার পর বেলা ১১টার দিকে মহিউদ্দিন চৌধুরী ষোলশহরে নিজ বাসায় সাংবাদিকদের বলেন, ‘জয়ের আশা নিয়েই নির্বাচনে অংশ নিতে চেয়েছিলাম। দল মানতে গেলে তার দেওয়া সিদ্ধান্তও মানতে হবে। আমি নির্বাচনে অংশ নিলে হয়তো তা নিয়ে কথা সৃষ্টি হতো, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতো। তাই আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি। আমরা জয়ী হব, সে বিশ্বাস আমাদের আছে।’
এ সময় নাছিরের হয়ে কাজ করবেন উল্লেখ করে তাঁকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান মহিউদ্দিন।
ঢাকা থেকে দলীয় প্রধানের সমর্থন নিয়ে চট্টগ্রামে ফিরে নাছির উদ্দিন বলেন, ‘একটি বড় ও গণতান্ত্রিক সংগঠনে একাধিক যোগ্য ব্যক্তি থাকতে পারে। সবাই তাঁদের প্রার্থিতার ইচ্ছা প্রকাশ করতে পারেন। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’ তাঁর প্রতি জনগণ এবং সরকারের সার্বিক সহযোগিতা ও সমর্থন আছে বলেও উল্লেখ করেন নাছির।