বাদীপক্ষের আইনজীবীকে হত্যার হুমকির অভিযোগ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার বাদীপক্ষের আইনজীবী শাখাওয়াত হোসেন খানকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলার প্রধান আসামি নূর হোসেনের আইনজীবী খোকন সাহা এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সাখাওয়াত হোসেন।
শাখাওয়াত হোসেন সাত খুনের মামলায় দায়ের করা দুটি মামলারই আইনজীবী। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদ্য বিদায়ী সভাপতি।
হুমকির বিষয়ে জেলা আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করেছেন শাখাওয়াত হোসেন।
অভিযোগে শাখাওয়াত বলেন, “জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র সদস্য অ্যাডভোকেট চন্দন কুমার সরকারসহ সাতজন খুন ও গুম হওয়ার পর থেকে সব আইনজীবীকে নিয়ে বিচারের দাবিবে আন্দোলন করি। বর্তমানে মামলার ন্যায়বিচারের স্বার্থে এজাহারকারীর পক্ষে পেশাগত দায়িত্ব পালন করছি। পেশাগত দায়িত্ব পালন করা অবস্থায় ২২ মার্চ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় একটি মামলা পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট আদালত ‘খ’ অঞ্চলে উপস্থিত হলে অ্যাডভোকেট খোকন সাহা আমাকে দেখে ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে ওঠেন। আমাকে বলেন, ‘বেশি বেড়ে গ্যাছস। গুলি করে তোকে হত্যা করব। তুই নারায়ণগঞ্জ থাকতে পারবি না। সাত হত্যা মামলায় থাকতে পারবি না। তোর মতো লোক মেরে ফেললে আমার কিছুই হবে না।’ তাঁর এ হুমকির কারণে আমি আমার জীবনের নিরাপত্তার অভাব বোধ করছি।”
সাখাওয়াত জানান, খোকন সাহার সঙ্গে সব সময় পিস্তল থাকে। হুমকি দেওয়ার সময় তিনি কোমরে হাত দিয়েছিলেন।
এসব অভিযোগ অস্বীকার করে নূর হোসেনের আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, ‘আমার বিরুদ্ধে জেলা আইনজীবী সমিতির কাছে এমন মিথ্যা অভিযোগ করেছে শুনে আমিও সমিতির কাছে লিখিতভাবে বিচার দাবি করে বলেছি ২৪ ঘণ্টার মধ্যে তদন্তসাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’