ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের কাজ ২০১৮ সালে শুরু
ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের কাজ ২০১৮ সালে শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এটি নির্মাণ করতে ২৬ হাজার ৬০০ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন সড়ক বিশেষজ্ঞরা। এ সড়ক নির্মিত হলে ঢাকার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ সাত ঘণ্টা থেকে দুই ঘণ্টায় নেমে আসবে বলে জানান তাঁরা।
আজ বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রস্তাবিত এলাইনমেন্ট এবং নকশা সম্পর্কিত এ মতবিনিয়ময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার রুহুল আমীন। বক্তব্য দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র ধর, প্রকল্প পরিচালক মাহাবুবুল আলম।
প্রস্তাবিত নকশা অনুযায়ী বিশ্বের উন্নত দেশকে মডেল ধরে তিনটি বিকল্প নকশা প্রণয়ন করা হয়। এর মধ্যে এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৬ হাজার ৫৮৮ কোটি টাকা। আর ঢাকা-চট্টগ্রাম এলিভেটেডওয়ে নির্মাণ করলে ব্যয় দাঁড়াবে ৬৭ হাজার ২৫২ কোটি টাকা। নকশা অনুযায়ী ঢাকা থেকে দাউদকান্দি পর্যন্ত, এরপর থেকে ফেনী ও ফেনী থেকে চট্টগ্রামের সলিমপুর পর্যন্ত এ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।
আগামী দুই বছরে ডিটেইল ডিজাইন প্রণয়ন, বিনিয়োগকারী দেশ নির্বাচন ও জমি অধিগ্রহণ শেষে ২০১৮ সাল থেকে এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ শুরু করার কথা জানানো হয়।