বন্দরগামী রেলপথেও নাশকতা, মালবাহী ট্রেন বন্ধ
চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাসহ সারা দেশে পণ্য পরিবহনের রেলপথে নাশকতা করেছে দুর্বৃত্তরা। তারা রেললাইনের দুটি ফিশপ্লেট খুলে ফেলেছে। আজ সোমবার ভোরে নগরের উত্তর কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে। এর পর থেকে ওই পথে কনটেইনারবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চট্টগ্রাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস রানা বলেন, দুর্বৃত্তরা ভোরের কোনো একসময় দুটি ফিশপ্লেট খুলে ফেলে। বিষয়টি জানতে পেরে রেলের সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। এখনো ট্রেন চলাচল শুরু হয়নি।
এর আগে রোববার রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া ও চিনকি আস্তানার মধ্যবর্তী আমবাড়িয়া এলাকায় প্রায় ২৫ ফুট রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা। এ কারণে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। সঙ্গে সঙ্গে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় ট্রেনের পাঁচ যাত্রী সামান্য আহত হন।