তনু হত্যার দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না : ইমরান
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে ইয়াসমিন হত্যার প্রতিবাদে রাস্তায় নামতে দেখেছি। কিন্তু আপনাকে তো আজকে কোনো কথা বলতে দেখছি না। তনুর জন্য আপনি কেন কোনো কথা বলছেন না? আপনার নীরবতা যদি এই ধর্ষকদের রক্ষা করে, তাহলে এই হত্যাকাণ্ড ও ধর্ষণের দায় আপনিও এড়াতে পারবেন না। আপনাকেও বাংলাদেশের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ইমরান এসব কথা বলেন।
ইমরান বলেন, ‘আমাদের দেশে একের পর এক ঘটনা ঘটছে। কোনো ঘটনারই বিচার হচ্ছে না। একটি ঘটনাকে আরেকটি ঘটনা দিয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে। জনগণ চাইলে যে কোনো দাবি আদায় করা সম্ভব। এ হত্যাকাণ্ডের বিচার না হলে নারীদের মনে একটা অনিশ্চয়তা তৈরি করবে বিশেষ করে আমাদের কর্মক্ষম নারীরা মনে করবে এ রাষ্ট্র তাদের নিরাপত্তার ব্যাপারে আন্তরিক নয়।’
সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক বলেন, ‘সেনাবাহিনী নিজেদের কার্যক্রমের মধ্য দিয়ে প্রমাণ করবে যে ঘটনাটিকে তারা ধামাচাপা দিচ্ছেন না। যে সেনাবাহিনী পাকিস্তানি ধর্ষক সেনাবাহিনী থেকে এ দেশের স্বাধীনতা এনেছে তাদের ব্যাপারে যেন কোনো কলঙ্ক না থাকে।’
উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম বলেন, ‘ক্যান্টনমেন্টে একাত্তরের সেই ধর্ষণকারী শকুন এখনো রয়ে গেছে। সরকার ভয় পাচ্ছে, ভয় পাক। আমরা প্রতিবাদ চালিয়ে যাব।’
মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, ‘আজকের এই দিনে আমাদের অন্য স্থানে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা গণজাগরণ মঞ্চে এসেছি তনুর জন্য। এ ঘটনা মিলিটারির কেউ জড়িত হোক না কেন, তার বিচার সিভিল আদালতে যেন হয়। যেভাবে যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে সেভাবে যেন ধর্ষণকারীদেরও ফাঁসি হয়।’