ইতিহাস বিকৃত ও উন্নয়ন ব্যাহত হয়েছে : সৈয়দ আশরাফ
বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘ সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সরকার পরিচালনা না করায় ইতিহাস বিকৃতি ও উন্নয়ন ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজনে ছিল পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ক্রীড়া প্রতিযোগিতা।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধু শুধু স্বাধীনতার ঘোষণাই নয়, দেশ পরিচালনার দিকনির্দেশনাও দিয়ে গিয়েছিলেন।’
সৈয়দ আশরাফ আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশকে গড়ে তোলার কাজ করছি আমরা। শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এ বাংলাদেশকে পরিচালনা করছেন।’