তনুর জন্য নতুন জামা কিনেছিলেন মা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে হত্যার প্রতিবাদে লাখো মানুষ বিক্ষোভ করছে। আজ রোববার সকাল থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে।
তনুর লাশ সেনানিবাস এলাকায় কালভার্টের নিচে ফেলে ঘাতক লোকচক্ষুর আড়াল হলেও বিচারের দাবিতে লাখো চোখ তাকিয়ে আছে আইন প্রয়োগকারী সংস্থা আর আইন-আদালতের কাছে।
হত্যাকাণ্ডের সাত দিন পার হতে যাচ্ছে। কিন্তু পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। এমনকি সন্দেহের তালিকায় আনা সম্ভব হয়নি। কাউকে শনাক্ত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তনুর সহপাঠী, সংস্কৃতিকর্মী ও এলাকাবাসী। বিচারের দাবিতে প্রতিদিনই মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল চলছে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেছেন বিক্ষোভকারীরা।
মায়ের কাছে নতুন জামার বায়না ছিল তনুর। মা নতুন জামা এনেছেন ঠিকই, কিন্তু ততক্ষণে তনু চলে গেছেন না-ফেরার দেশে। এসব কথা বলতে বলতে বারবার জ্ঞান হারাচ্ছিলেন মা আনোয়ারা বেগম। তিনি জানান, প্রতিদিন ৮টায় বাসার ঢোকে তনু। কিন্তু দেরি হওয়ায় তিনি বাড়ি থেকে বাইরে যান মেয়েকে খুঁজতে। না পেয়ে কালভার্টের ওপর বসে থাকেন বেশ কিছুক্ষণ।
গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনির জন্য বাড়ি থেকে বেরিয়ে যান তনু। পরে বাসায় ফিরে না আসায় তাঁকে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। রাতে ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন কালভার্টের পাশে ঝোপের মধ্যে তাঁর লাশ পাওয়া যায়।
তনুর বাবা ইয়ার হোসেন মেয়ের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, কোনো অদৃশ্য শক্তি যেন তাঁর মেয়ে হত্যার বিচারে বাধা হয়ে না দাঁড়ায়।
এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম কাজ করছে। তবে ঘটনাস্থল কুমিল্লা সেনানিবাস হওয়ায় পুলিশের তদন্ত করা বাইরে যত সহজ, সেনানিবাসের ভেতরে সেনা বিধিবিধানের কারণে ততটা সহজ নয়। তনু হত্যার মামলাটি শনিবার বিকেলে পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে তনুর বাবা-মা ও আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ জন্য তাঁদের বাসা থেকে মধ্যরাতে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
আজ সকাল ৮টায় ঢাকা থেকে লংমার্চ করে কুমিল্লায় যাচ্ছে ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চ। সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের ব্যানারে মহাসড়ক অবরোধে যোগ দেওয়ার কথা রয়েছে মঞ্চের। এ ছাড়া সকাল ১০টায় কুমিল্লা পূবালী চত্বরে বিকশিত নারী নেটওয়ার্কের আয়োজনে তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করছে।