তনু হত্যার বিচারের দাবিতে নারীদের অবস্থান
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে জেলাটিতে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। এ দাবিতে আজ রোববার জেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে নারী সংগঠন বিকশিত নারী নেটওয়ার্ক। এ ছাড়া মহাসড়কে অবস্থান নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় কুমিল্লা শহরের পূবালী চত্বরে জড় হন বিকশিত নারী নেটওয়ার্কের কর্মীরা। পুলিশ ওই স্থান থেকে তাদের সরিয়ে দিলে কান্দিরপাড় এনসিসি ব্যাংকের সামনে জড় হন তাঁরা। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সংগঠনটির অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
বেলা ১১টায় কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকায় সড়ক আবরোধ করতে মার্চ করেন।
তনুর হত্যাকারীকে আটক ও বিচারের দাবিতে দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ড. ইমরান এইচ সরকারের।
গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনির জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন তনু। পরে বাসায় ফিরে না আসায় তাঁকে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। রাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন কালভার্টের পাশে ঝোপের মধ্যে তাঁর লাশ পাওয়া যায়।