তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা, ২০১৫ মন্ত্রিসভায় অনুমোদন
জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা, ২০১৫-এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে কিছু সুপারিশও করা হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বেঅনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার সুপারিশ সংযুক্ত করতে নীতিমালাটি তথ্য ও যোগাযোগবিভাগে পাঠানো হয়।
বৈঠকশেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদেরবলেন, ২০০৯ সালে নীতিমালাটি প্রথম প্রণয়ন করা হয়েছিল। এরপর গত ছয় বছরে সমাজ ও পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। এ কারণে নীতিমালাটি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তিনি জানান, নীতিমালাটি সংশোধনের উদ্দেশ্য হলো, স্বচ্ছতা, দক্ষতা ও কর্মপরিধি বাড়ানো। নীতিমালায় আগের যে উদ্দেশ্য ছিল,তার সঙ্গে এবার আলাদা একটি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন অনুচ্ছেদে ১০টি উদ্দেশ্য, ৫৬টি কৌশলগত লক্ষ্য, ৩০৬টি করণীয় বিষয় রয়েছে। তিনটি ধাপে নীতিমালাটি অনুসরণ করা হবে। ২০১৬ সালের মধ্যে স্বল্পমেয়াদে, ২০১৮ সালের মধ্যে মধ্যম মেয়াদে, ২০২১ সালের মধ্যে দীর্ঘমেয়াদে এই নীতিমালা বাস্তবায়ন করা হবে।
মোশাররাফ হোসাইন আরো জানান, নীতিমালাটিকরার আগে বিভিন্ন মহল, স্টেকহোল্ডার, সুবিধাভোগীদের মতামত নেওয়া হয়।
এ নীতিমালা সংশোধনের ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করা হবে কি না—তা জানতে চাইলে মোশাররাফ হোসাইন বলেন, ‘নীতিমালাটি প্রকাশ হওয়ার পর জানতে পারবেন।’