বেসিক ব্যাংকের এক কর্মকর্তাসহ চারজন গ্রেপ্তার
বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় ব্যাংকের এক কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল গুলশান, উত্তরা, বারিধারা, ধানমণ্ডি এলাকায় গতকাল রোববার অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন বেসিক ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ইকরামুল বারী, এমারেন্ট সৈয়দ হাসিবুল গনি, এশিয়ান শিপিং বিডির স্বত্বাধিকারী আকবর হোসেন এবং একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুন নবী চৌধুরী।
ইকবাল হোসেন জানান, বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের তদন্তের জন্য তাঁদের আটক করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া চারজনকে রমনা থানায় রাখা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তাঁদের আদালতে হাজির করা হবে। দুদকের পক্ষ থেকে এ চারজনের রিমান্ড আবেদন করা হবে বলে জানা গেছে।
গত ৭ জানুয়ারি একই অভিযোগে বেসিক ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুদক।
২০১৫ সালের সেপ্টেম্বরে বেসিক ব্যাংক থেকে দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৫৬ জনের বিরুদ্ধে ৫৬টি মামলা করে দুদক। একই বছরের ২২ অক্টোবর বিষয়টি তদন্তের জন্য ছয় সদস্যবিশিষ্ট কমিটি করে দুদক।