ব্যাংক লোপাটের লাইসেন্স দেওয়া হয়নি : জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সরকারের উদ্দেশে বলেছেন, ‘যুদ্ধপরাধীদের বিচার করছেন বলে ব্যাংক লোপাটের লাইসেন্স দেওয়া হয়নি।’
আজ সোমবার পাবনার বেড়া উপজেলায় পাটপট্টি এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি এ কথা বলেন। গণসংহতি আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, ‘১৯৭১ সালে রক্তক্ষয়ী একটি যুদ্ধের মাধ্যমে দেশ ও মানচিত্র পেয়েছি। বাংলার জনগণ যে সম্প্রদায়িক, গণতান্ত্রিক, আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্রের কল্পনা করেছিলেন তাদের সেই স্বপ্ন বাস্তবে পূরণ হয়নি। বরং অগণতান্ত্রিক, স্বৈরাচারি ক্ষমতা কাঠামো তৈরী হয়েছে। গণবিরোধী, নিপীড়নমূলক দিকটিই শক্তিশালী হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক শক্তির রাজনীতি শেকর গেড়ে বসেছে। আজ ক্ষমতাসীন হওয়ার জন্য জনগণের রায়ের প্রয়োজন হয় না। বল প্রয়োগের নানা বাহিনীর ওপর কর্তৃত্ব এবং দেশি-বিদেশি অদৃশ্য শক্তির আশীর্বাদেই ক্ষমতায় থাকা যায়।’
জোনায়েদ সাকি আরো বলেন, ‘পরাশক্তির দাসত্বে ক্ষমতায় থেকে জঙ্গিবাদ দমন করা যায় না।’
গণসংহতি আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য বাচ্চু ভুঁইয়া, কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য জুলহাসনাইন বাবু, বেড়া আঞ্চলিক সমন্বয়ক কামরুল হাসান লিটন, সাঁথিয়া থানা সংগঠক হায়দার সরদার প্রমুখ।