তনু হত্যা রহস্য ভেদে পুলিশ সফল হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা রহস্য শিগগিরই উদঘাটন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, রহস্য উদঘাটনে পুলিশ সফল হবে।
আজ সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক তিন দিনব্যাপী আলোচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তনু হত্যা মামলা আমাদের গোয়েন্দারা তদন্ত করছে। তা ছাড়া তদন্ত কমিটি হয়েছে। আমি মনে করি, আমি আগেও বলেছি, আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনী প্রত্যেকটি হত্যাকাণ্ড বা হত্যা রহস্য উদঘাটন করতে আমরা সক্ষম হয়েছি। ইনশাল্লাহ তনু হত্যার রহস্য আমরা উদঘাটন করব। আমরা সবাইকে জানাব।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘তনু হত্যা মামলায় পুলিশ কাজ করছে। প্রত্যেকটি যেসব আলামত আছে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আমরা অবশ্যই মনে করি, পুলিশ সফল হবে।’
কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে তনু হত্যাকাণ্ড ঘটায় মামলার অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখেন ক্যান্টনমেন্ট একটা সুরক্ষিত এলাকা। কাজেই সেখানে কীভাবে হলো সেটা আমরা তদন্ত করছি। তদন্তের আগে কোনোকিছু বলা যাচ্ছে না।’
শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমিতে আর্কাইভ-১৯৭১, শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসক ফাউন্ডেশন নামের তিনটি সংগঠন যৌথভাবে দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তৃতা এক অমর ভাষণ। তিনি ওই বক্তৃতায় হৃদয়ের কথা বলেছেন। বাঙালির প্রাণের কথা বলে গেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সারা বিশ্বের এক অনন্য বক্তৃতা।
মন্ত্রী আরো বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সব সময়ই মহিলাদের প্রাধান্য দেন। তিনি মহিলাদের সমমর্যাদায় নিয়ে যেতে চান। বঙ্গবন্ধুর মৃত্যুর পর রাজাকারের গাড়িতে আমরা জাতীয় পতাকা উড়তে দেখেছি। সেই দৃশ্যে আমাদের রক্তক্ষরণ হতো। আর ঠিক সময়েই এলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার ধমনিতে বইছে বঙ্গবন্ধুর রক্ত।’
জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মহিউদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, জেলার পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলার সিভিল সার্জন ডা. শহীদুল ইসলাম, সাংবাদিক প্রণব সাহা প্রমুখ।