তনু হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে তারা এ অবস্থান নেয়।
খোঁজ নিয়ে জানা যায়, নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ দুপুর দেড়টার দিকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। পৌনে ২টায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এর একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্কুল-কলেজ শিক্ষার্থীদের এ আন্দোলনের সঙ্গে একাত্ম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী বলেছে, যতক্ষণ পর্যন্ত তনু হত্যার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান নেবে।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি কালভার্টের পাশে ঝোপঝাড়ে তনুর রক্তমাখা বিকৃত লাশ পাওয়া যায়। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ আছে।