ডাচ-বাংলা ব্যাংকের এমডিসহ চারজনের বিরুদ্ধে মামলা
প্রায় ৯৩ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে আত্মসাৎ করার অভিযোগে ডাচ-বাংলা ব্যাংকের এমডিসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক আইনজীবী ও ব্যাংকের গ্রাহক।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরীর আদালতে অ্যাডভোকেট মাসুদ আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। দুপুরে বিচারকের কাছে বাদী জবানবন্দি দিলে বিচারক এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
মামলায় আসামি করা হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সামসী তাবরেজ, দনিয়া শাখার ম্যানেজার মো. জাহাঙ্গীর মোল্লাহ, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের সহসভাপতি মো. ইকবাল হোসেন ও দনিয়া শাখার সিনিয়র অফিসার মো. ফাহিম ফিরোজ সুমনকে।
বাদী তাঁর আরজিতে অভিযোগ করেন, ব্যাংকটির দনিয়া শাখায় তাঁর হিসেবে ২০১৩ সালের ২৮ মার্চ তিনি দুই লাখ টাকা জমা দেন। এরপর তিনি এটিএম কার্ড ব্যবহার করে বিভিন্ন সময় টাকা উত্তোলন করেন।
ওই বছরের ৯ মে তাঁর অ্যাকাউন্টে এক লাখ ২৯ টাকা ছিল। ১২ জুন বুথ থেকে টাকা তুলতে গিয়ে তিনি দেখতে পান তাঁর অ্যাকাউন্টে সাত হাজার ৩৩০ টাকা আছে।
বাদী অভিযোগ করেন, ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ প্রতারণার মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে ৯২ হাজার ৬৯৯ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে।