মামলাজট কমানোতে জোর রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জট কমিয়ে আনতে দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্টের প্রয়াস অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন। সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০১৫ রাষ্ট্রপতিকে প্রদানের জন্য প্রতিনিধিদলটি বঙ্গভবনে যায়।
রাষ্ট্রপতির প্রেস সচিবের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
প্রধান বিচারপতি এ সময় প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বলেন, মামলা নিষ্পত্তির হার এরই মধ্যে হ্রাস পেয়েছে এবং সুপ্রিম কোর্টের উদ্যোগের ফলে মামলাজট কমছে।
প্রধান বিচারপতি একটি ‘বিচার বিভাগীয় প্রশিক্ষণ একাডেমি’ প্রতিষ্ঠার বিষয় রাষ্ট্রপতিকে অবহিত এবং এ বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। তিনি বিচার বিভাগের অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত এবং এ বিষয়ে তাঁর সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ একটি ‘বিচার বিভাগীয় প্রশিক্ষণ একাডেমি’ প্রতিষ্ঠা এবং অবকাঠামো উন্নয়নের ব্যাপারে সব ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে প্রধান বিচারপতিকে আশ্বাস দেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।