নিজামীর রিভিউ শুনানি দ্রুতই : অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদনের দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন মুরাদ রেজা।
এর আগে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় নিজামীর রিভিউ আবেদন দাখিল করেন তাঁর আইনজীবীরা।
এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নিজামীর পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে, তাঁদের রিভিউ পিটিশন গ্রহণ করা যাবে কি না, সে বিষয়ে আমরা অবশ্যই দ্রুত শুনানির পদক্ষেপ নেব। এ ছাড়া পূর্ণাঙ্গ রায়ে কোনো ভুল-ভ্রান্তি আছে কি না তা খতিয়ে দেখা হবে।’
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ‘যে তিনটি চার্জে (অভিযোগে) আপিল বিভাগ মৃত্যুদণ্ড (নিজামীর) বহাল রেখেছেন তাঁর বিরুদ্ধে রিভিউ করেছেন আসামিপক্ষ। রায় যেটা ছিল, আমরা মনে করি সে রায় বহাল থাকবে। রিভিউটা শুধু হবে আইনগতভাবে। রিভিউতে আপিলের রায়ে কোনো ভুলভ্রান্তি আছে কি না, সেটা দেখা হবে। আমরা আশা করি, এই তিনটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকবে।’
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আপিলে সব সাক্ষ্য এবং সংশ্লিষ্ট ঘটনার তথ্য-প্রমাণসহ সব কিছু বিবেচনা করেই শাস্তিটা বহাল রাখা হয়েছে। এবার রিভিউতে এসে নতুন করে কিছু বলার নেই। দেখতে হবে, রায় যেটা হয়েছে এতে কোনো ভুল-ভ্রান্তি আছে কি না। তার জন্য তাদের রিভিউ পিটিশন গ্রহণ করা যাবে কি না। আমরা অবশ্যই দ্রুত শুনানির পদক্ষেপ নেব।’