বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শুনানি ৩ এপ্রিল
বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙুলের ছাপ) মোবাইল ফোনের সিম নিবন্ধনের বিষয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী ৩ এপ্রিল দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি শাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
আজ এ রিটের চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা মামলাটি আদালতে শুনানির জন্য যোগ্য নয় বলে আদালতে যুক্তি উপস্থাপন করেন। তিনি জানান, মামলার রিটকারীর কোনো এখতিয়ারই নেই। আর এটি কোনো জনস্বার্থবিষয়ক মামলাও নয়। তাই মামলাটি চলতে পারে না।
অপরদিকে রিটকারীর আইনজীবী অনিক আর হক আদালতে বলেন, ‘রিটকারী সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও দেশের নাগরিক। তিনিসহ দেশের মানুষকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে হচ্ছে। সুতরাং এটি জনস্বার্থমূলক বিষয় এবং রিটকারীর এখতিয়ার আছে। তাই মামলাটি চলতে কোনো বাধা নেই।’
আদালত উভয় পক্ষের যুক্তি শুনে মামলাটি চলতে পারে বলে সিদ্ধান্ত দেন।
গত ৯ মার্চ হাইকোর্টে এ সংক্রান্ত রিট করেন আইনজীবী এনামুল হক।
গত বছরের ২১ অক্টোবর বায়োমেট্রিক পদ্ধতির পরীক্ষামূলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। পরে ১৬ ডিসেম্বর এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের ঘোষণা অনুযায়ী, আগামী এপ্রিল মাসের মধ্যে এই নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।