ছদ্মবেশে বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায় : আমু
ছদ্মবেশে জনগণের কাতারে এসে বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ বৃহস্পতিবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য এ মন্তব্য করেন।
আমু বলেন, বিগত বছরগুলোতে আন্দোলনের নামে ১৯৭১-এর মতো গণহত্যা চালিয়েছিল বিএনপি। চক্রান্ত করে ওই ধারায় দলটি আবারও ফিরে যেতে চাচ্ছে বলে মন্তব্য করে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা দেশে মুক্তিযুদ্ধের চেতনা সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।