চান্দিনায় ইউপি নির্বাচনে আ. লীগের প্রার্থীদের নাম ঘোষণা
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
গত ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চান্দিনার প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলদের ভোট গ্রহণ করা হয়। কার্যকরী কমিটির কাউন্সিলরদের ফলাফলের ভিত্তিতে সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ গতকাল শুক্রবার বিকেলে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থীরা হলেন- এতবারপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ, বরকইট ইউনিয়নে মো. আবুল হাসেম, কেরনখাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, মাইজখার ইউনিয়নে মো. জামাল উদ্দিন, মাধাইয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, শুহিলপুর ইউনিয়নে মো. ইমন সরকার, বাতাঘাসী ইউনিয়নে মো. ছিদ্দিকুর রহমান, মহিচাইল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. আবু মুসা মজুমদার, দোলাই নবাবপুর ইউনিয়নে মো. সাহেব আলী মাষ্টার, বরকরই ইউনিয়নে মো. সাইফুল ইসলাম মজুমদার শিপন,জোয়াগ ইউনিয়নে মো. মেহেদী হাসান, বারেরা ইউনিয়নে মো. খোরশেদ আলম এবং গল্লাই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
প্রার্থীদের নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক তপন বকসী, চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ খালেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, কাজী গোলাম দস্তগীর পাপন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মোসলেহ উদ্দিনমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।