অ্যাক্রিডিটেশন কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : শিক্ষামন্ত্রী
দেশের উচ্চশিক্ষা বিশ্বমানের করতে অ্যাক্রিডিটেশন কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘অ্যাক্রিডিটেশন কাউন্সিলের কাজ শুরু করতে গিয়ে দেখি, আমাদের দেশে অতীতে কখনোই এ কাজ হয়নি। আমাদের অভিজ্ঞতাসম্পন্ন লোকও নেই। আমরা দেশ-বিদেশ থেকে কাগজপত্র নিয়ে এসে শুরু করি। তখন চিন্তা করলাম, কেবল প্রাইভেট করলে হবে না, সব বিশ্ববিদ্যালয়ে একইভাবে করতে হবে। তাই আমরা অ্যাক্রিডিটেশন কাউন্সিল করছি। আশা করি, আপনাদের কার্যক্রম বিশ্বমানে নিয়ে যেতে সক্ষম হবেন।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৯২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি বিশ্বমানে উন্নত করতে সবার সহযোগিতা কামনা করেন।
হাটহাজারীতে ১০ একর জমির ওপর বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ অ্যান্ড ফার্ম বেইজড’ নামে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে এখানে মাঠ পর্যায়ের শিক্ষা, গবেষণা ও ব্যবহারিক ক্লাসের জন্য প্রয়োজনীয় ডেইরি ফার্ম, পোলট্রি ফার্ম, পুকুর, হ্যাচারি, ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করা হবে। এ ক্যাম্পাস স্থাপনে সরকার প্রায় ২০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে।
অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন, ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরিন আকতার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বক্তব্য রাখেন।