মসজিদে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা
রাজধানীর একটি মসজিদের ভেতরে এর মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার ভোরে ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম বিল্লাল হোসেন (৫৫)। তিনি ইসলামপুরের জব্বার খান জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনতলা মসজিদ ভবনের একটি কক্ষেই তিনি বসবাস করতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ভোর ৫টার দিকে মসজিদের সিঁড়িতে রক্ত দেখতে পান স্থানীয়রা। রক্তের ধারা অনুসরণ করে ভেতরে গিয়ে মুয়াজ্জিনের লাশ পান তাঁরা।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। এ ঘটনার কারণ বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।