মনোনয়নপত্র নিলেন নাছির, ক্ষোভ থাকল মহিউদ্দিনের
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। এর আগে এক সংবাদ সম্মেলনে আরেক মনোনয়নপ্রত্যাশী নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী মনে ক্ষোভ সত্ত্বেও নাছিরের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে চট্টগ্রাম নগরীর জুবিলী রোডের আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
এর আগে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্য তুলে ধরেন নাছির। এ সময় মহিউদ্দিনসহ আওয়ামী লীগের নেতারা পাশে বসে ছিলেন।
নাছির বলেন, ‘মহানগর আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের তুলনায় বিভেদহীন এবং শক্তিশালী। বিজয় ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।’ চট্টগ্রামকে স্বপ্নের মেগাসিটি বানাতে নিজের ভাবনার কথা জানান তিনি। নির্বাচিত হলে নগরীর প্রধান প্রধান সমস্যাকে চিহ্নিত ও সমাধান করে চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে পরিণত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
নাছির জানান, চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনই হবে তাঁর প্রথম কাজ। এ ছাড়া চট্টগ্রামের প্রাকৃতিক সুবিধা কাজে লাগিয়ে নগরীতে আধুনিক সব সুবিধা ও সেবা দেওয়ার অঙ্গীকার করেন তিনি। নাগরিক সুবিধাবঞ্চিত বাকলিয়া, মোহরা, চান্দগাঁও, বায়েজিদ, পাহাড়তলী, পতেঙ্গাসহ ৪১টি ওয়ার্ডের অধিবাসীদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া ব্যাংকিং খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান দপ্তরগুলোকে চট্টগ্রামে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মনোনয়ন না পাওয়ার কিছু ক্ষোভ তো আছেই, তা নিরসন করে সবাই একসাথে এক প্রার্থীর পক্ষে কাজ করব।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আফসারুল আমীন, এম এ লতিফ, দিদারুল আলম ও মেয়র পদে সমর্থনবঞ্চিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান মহানগর কমিটির কোষাধ্যক্ষ এম এ ছালামসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী।
সংবাদ সম্মেলনের পর দুপুরে নগরীর জুবিলী রোডের আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে যান নাছির। এ সময় তাঁর সাথে ছিলেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বিসিবির সাবেক পরিচালক সিরাজুদ্দিন মো. আলমগীর, আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ। এর আগে স্বতন্ত্র এক মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য অর্ধশতাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।