দ্বিতীয় দিনে পাটকল শ্রমিকদের সড়ক-রেলপথ অবরোধ
বকেয়া মজুরি-ভাতাসহ পাঁচ দফা দাবি আদায়ের জন্য খুলনা অঞ্চলের সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো সড়ক-রেলপথ অবরোধ করে রেখেছেন।
রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ডাকে গতকাল মঙ্গলবারের মতো আজ বুধবারও সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়। অবরোধ চলবে দুপুর ২টা পর্যন্ত। অবরোধের কারণে এরই মধ্যে ঢাকাগামী ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। একইভাবে রাস্তার দুই পাশে দূরপাল্লার বাসসহ বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়েছে।
পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, মজুরি বৃদ্ধি, বকেয়া মজুরি প্রদান, ২০ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচ দফা দাবিতে লাগাতার কর্মসূচি দেওয়া হয়েছে। এর আগে গত সোমবার কর্মবিরতি পালন করেন মিলগুলোর শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে সাত দিন আট ঘণ্টা করে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়।
কর্মবিরতিতে অংশ নেওয়া শ্রমিকরা নিজ নিজ মিলগেটের সামনে মিলিত হয়ে পরে লাঠিমিছিল করে খালিশপুর নতুন রাস্তার মোড় ও আটরা এলাকায় খুলনা-যশোর সড়কে অবস্থান নেন। তাঁরা রেললাইনে লাল পতাকা উড়িয়ে ট্রেন চলাচলও বন্ধ করে দেন। এ সময় শ্রমিকরা সড়ক ও রেললাইনের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। টায়ারে আগুন ধরানোর কারণে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে আতঙ্ক সৃষ্টি হয়।
অবরোধ কর্মসূচি চলাকালে পৃথক দুটি স্থানের সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন, যুগ্ম আহ্বায়ক কওছার আলী মৃধা, দ্বীন ইসলাম ও খলিলুর রহমান।
এ সময় ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।