সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে : সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। এরই অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিও আরো এগিয়ে যাবে।
আজ বুধবার জেলার দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির কার্যনির্বাহী কমিটি ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতিমন্ত্রী। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী, দুর্গাপুর উপজেলার চেয়ারম্যান এমদাদুল হক, কলমাকান্দা উপজেলার চেয়ারম্যান এস এম ফকরুল ইসলাম ফিরোজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুর্গাপুর ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক উত্তম কুমার রিছিল, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুখলেছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর রীতি অনুযায়ী প্রধান অতিথিসহ অন্যদের নেচেগেয়ে বরণ ও উত্তরীয় প্রদান করা হয়। এর আগে মন্ত্রী দুর্গাপুর পাহাড়ের রানীখং মিশন ও রানীখং উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।