তনু হত্যার বিচার দাবিতে ২৫ এপ্রিল হরতাল
তনু হত্যার বিচার দাবিতে আগামী ২৫ এপ্রিল সারা দেশে আধা বেলা হরতাল ডেকেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাইকোর্ট মোড়ে এ ঘোষণা দেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।
সোহেল বলেন, ‘যদি ২৫ তারিখের ভেতরে তনু হত্যাকারীকে গ্রেপ্তার করা না হয়, তবে হরতালের পর সরকারবিরোধী আন্দোলনে যাওয়া হবে।’
এর আগে তনু হত্যার বিচারের দাবিতে বিভিন্ন ছাত্রসংগঠন ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশে রওনা দেয়। মিছিলটি দোয়েল চত্বরে গেলে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হয়। এ সময় ছাত্রদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং শিক্ষার্থীরা ব্যরিকেড ভেঙে ফেলে। এতে পুলিশের দুই সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) সুমন ও সহকারী উপপরিদর্শক এএসআই আতিউর। তাঁদের ঢামেক নিয়ে যাওয়া হয়েছে। এর পর মিছিলটি হাইকোর্টের মোড়ে পৌঁছালে তারা আবার পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।
রমনা জোনের এডিসি সুমন ইব্রাহীম বলেন, ‘প্রগতিশীল ছাত্রজোট এবং সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র আন্দোলন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টা চালায়। হাইকোর্টের মোড়ে এলে আমরা তাদের বাধা দিই। এতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। কিন্তু পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের আগে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাবি এলাকা প্রদক্ষিণ করে ছাত্রসংগঠনগুলো। পরে তারা অপরাজেয় বাংলার সামনে গিয়ে জড়ো হয়।