এক মামলায় মেয়র বুলবুলের জামিন, অন্যটিতে নাকচ
নাশকতার একটি মামলায় কারাবন্দি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন বুলবুলের জামিন আবেদন মঞ্জুর করেন।
তবে বিস্ফোরক আইনে দায়ের করা অপর একটি মামলায় রাজশাহী মহানগর হাকিম আদালত ৩-এর বিচারক মেয়র বুলবুলের জামিন আবেদন নামঞ্জুর করেন।
বুলবুলের আইনজীবী রইসুল ইসলাম জানান, গত বছরের ২৪ জানুয়ারি নগরীর মতিহার থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় বেলা ১১টার দিকে মেয়র বুলবুলকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করে জামিনের আবেদন জানানো হয়। শুনানি শেষে দুপুরে বিচারক আলতাফ হোসেন তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
এরপর দুপুরে গত বছরের ৮ জানুয়ারি বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা অপর একটি মামলায় মেয়র বুলবুলকে রাজশাহী মহানগর হাকিম আদালত-৩ এ হাজির করানো হয়। শুনানি শেষে বিচারক জাহেদুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিএনপি জোটের অবরোধ-হরতাল চলাকালে ৯টি মামলার আসামি হন রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এর মধ্যে ৪টি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ চার মামলার মধ্যে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলাও রয়েছে। তবে সে মামলায় মেয়র বুলবুল আগে থেকেই জামিনে রয়েছেন।
একের পর এক মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন মেয়র বুলবুল। গত বছরের ৭ মে পলাতক থাকা অবস্থায় তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বুলবুল।
গত ১০ মার্চ হাইকোর্টের বিচারপতি এমদাদুল হক ও বিচারতি মো. মজিবুর রহমান মিয়ার যৌথ বেঞ্চ মোসাদ্দেক হোসেন বুলবুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের মন্ত্রণালয়ের নির্দেশ অবৈধ ঘোষণা করেন। ১৩ মার্চ তিনি রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকেই তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।