দেশে আরো ১০টি গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা হবে
দেশে আরো ১০টি গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শুধু জিপিএ ৫ পেলেই চলবে না, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আমাদের আরো এগিয়ে যেতে হবে। এ জন্য আরো পাঠাগার প্রয়োজন। দেশের ১০টি এলাকায় সরকার গণগ্রন্থাগার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। উপজেলার যেসব জায়গায় পাঠাগার নেই, সাংস্কৃতিক কেন্দ্র নেই সেসব জায়গায় পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠা করা হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পাঠাগার প্রতিষ্ঠার ২৮তম বার্ষিকী উপলক্ষে পৌর শহরের শহীদ আলী উসমান শিশু পার্কে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান আ ক ম শফিকুল হক, পৌর মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইশবাল প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য দেন মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুম প্রমুখ।
আলোচনা শেষে শ্রেষ্ঠ পাঠক পুরস্কার দেন মন্ত্রী। পরে গভীর রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক পরিবেশনা।